ওয়ার্কার্স পার্টি নেতা হুমায়ূন কবিরের মৃত্যুতে শোক

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

ওয়ার্কার্স পার্টি নেতা হুমায়ূন কবিরের মৃত্যুতে শোক

সিলেটের দিনকাল ডেস্ক:
ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাবেক সদস্য হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ সিলেট জেলা সম্পাদক এম.এ হাসিব। রোববার এক বার্তায় তিনি বলেন, হুমায়ুন কবির আমৃত্যু প্রগতিশীল আন্দোলনের একনিষ্ট কর্মী ছিলেন। তার মৃত্যু প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, হুমায়ুন কবির গতকাল শনিবার সকাল ১০টায় মিরাবাজার আগপাড়াস্থ নিজ বাসায় শেষ নিঃশাষ ত্যাগ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল