১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক::
কমলগঞ্জের শমসেরনগরে ছুরিকাঘাতে জলিল আহমেদ (২৩) নামে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শমসেরনগরের বড়চেগ সিএনজি গ্যাস পাম্পে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক জলিল আহমেদ কমলগঞ্জের আলীনগর বস্তির লাল মিয়া ছেলে। সংসারে রিয়াদ নামে তার ২ বছরের এক শিশু সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বড়চেক সিএনজি পাম্পে গ্যাস নিতে যান কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি। নিজের প্রাইভেট কার গ্যাস নেওয়া নিয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সিএনজি চালক জলিল। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে সিএনজি চালকের ও শফির স্বজনরা ঘটনাস্থলে পৌছলে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
এ সময় অন্ধকারে মধ্যে কে বা কারা সিএনজি চালক জলিলের বুকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথম তাকে কমলগঞ্জ হাসপাতালে ও পরে মৌলভীবাজারে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় সিএনজি চালক সহ এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় কমলগঞ্জ-শমসেরনগর সড়কের হালিমাবাজার এলাকায় নিহত জলিলের স্বজনরা সড়ক অবরোধ করেন। তাদের সাথে সড়ক অবরোধে যোগদেন বিভিন্ন চালক এবং স্থানীয়রা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ও ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের সাথে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের আটকের প্রতিশ্রুতি দিয়ে অবরোধ তুলে দেন। আলাপকালে জলিলের স্ত্রী জরিনা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন,যারা আমার স্বামীকে মেরেছে এবং আমার বুকের ধনকে পিতাহারা করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে এবং এখনো অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D