কমলগঞ্জে অটোর ধাক্কায় জীবন গেলো যুবকের

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

কমলগঞ্জে অটোর ধাক্কায় জীবন গেলো যুবকের

মৌলভীবাজারের কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার আদমপুর সড়কের ডা. গৌরমনির বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুষার আহমেদ উপজেলার রহিমপুর ইউপির সিদ্ধেশ্বরপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে। তিনি রহিমপুর ইউপি ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক ছিলেন।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুদীন চন্দ্র দাশ বলেন, রাত সাড়ে ৮ টায় আদমপুর সড়কের ডা. গৌরমনির বাসার সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তুষার। এ সময় বিপরীতগামী একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তুষার পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, অটোরিকশাকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কমলগঞ্জ প্রতিনিধি