কমলগঞ্জে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

কমলগঞ্জে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

কমলগঞ্জ প্রতিনিধি:
২০১৯-২০২০ ইং অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের ভাতাভোগী বাছাই হয়েছে। এসময় দুপুর ১২টায় উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান।

আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজির বক্স, সাংবাদিক শাহীন আহমেদ, আদমপুর এম,এ,ওহাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ ও আদমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। পরে এলজিএসপির অর্থায়নে এম.এ.ওহাব উচ্চবিদ্যালয়ের ১০ জন ছাত্রীকে বাই সাইকেল প্রদান করা হয়।