২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ভানুগাছ বাজারের জন্য কোন কবরস্থান ছিল না। এ এলাকার মৃত ব্যক্তিকে অন্যত্র দাফন করা হত। ভানুগাছ বাজার এলাকার অসহায়, দরিদ্র, ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো সার্বজনীন একটি কবরস্থানের। দীর্ঘদিনের এই উপেক্ষিত দাবি পূরণ করলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
পৌর মেয়র জুয়েল আহমেদ এর ব্যক্তিগত অর্থায়নে ১৫শতক জমি ক্রয় করে রেলওয়ে স্টেশন সংগল্ন ক্রয়কৃত জমিতে মাঠি ভরাট করে বাস্তবে কবরস্থানের উপযোগী করে দিয়েছেন। এখন ৭ নম্বর ওয়ার্ডে ভানুগাছ বাজারের কেউ মারা গেলে কবরস্থ করার জন্য দূরে কোথাও যেতে হবে না। ভোগান্তির শিকারও হতে হবে না। নিজস্ব করস্থানে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতে পারবে।
ভানুগাছ বাজারের কয়ছর মিয়া ও আবু বক্কর বলেন, ‘মেয়র যা করছেন এই অল্প দিনে আমরা তাঁর কাছে ঋণি হয়ে গেলাম। যোগ্য জনপ্রতিনিধি হিসেবে তিনি কাজটি করেছেন।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্থানীয় কাউন্সিলরের সহযোগীতায় উক্ত জায়গা ক্রয় করে মাটি ভরাট করে কবরস্থানের উপযোগী করতে পেরেছি। আমার পৌর এলাকার এ ওয়ার্ডের জনগণকে মৃত দেহ কবরস্থান করতে আর ভোগান্তির শিকার হতে হবে না।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D