২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারে কমলগঞ্জে ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজারো গাছ উপড়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘববাড়ি ভেঙ্গে পড়েছে। গাছ পড়ে মনির বকত নামে এক চৌকিদার নিহত হয়েছেন। পল্লী বিদ্যুত লাইনেও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জে এ কাল বৈশাখী ঝড় বয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জে উপর দিয়ে ২০ মিনিট স্থায়ী প্রচন্ড কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে গাওশিয়া স মিলের চৌকিদার মনির বকত (৫০) পাশ্ববর্তী একটি টং দোকানে বসা অবস্থায় রাস্তার বিশাল গাছ টং দোকানে উপর পড়লে গাছের চাপায় নিহত হন। অপর দিকে ঝড়ে পৌরসভার কুমড়াকাপন,ভানুগাছ বাজারজার, বড়গাছ চন্ডীপুরসহ বিভিন্ন ওয়ার্ডে অধর্শতাধিক পাকা আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। ভানুগাছ বাজারে বিভিন্ন দোকানের টিন উড়িয়ে নিয়ে গেছে। পৌরসভার অবস্থিত ৬মাস আগে নিমির্ত মকবুল আলী উচ্চ বিদ্যালয় লন্ডভন্ড হয়েছে। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুয়েল আহমেদ দাবি করেন।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ৫০টি মতো ঘর ভাঙার খরব পেয়েছি। কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ঝড়ের সংবাদ পেয়েছি। সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ক্ষয়ক্ষতির তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, কমলগঞ্জে ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির সংবাদ এসেছে। পুরো ক্ষতির হিসেব আসার পর বোঝা যাবে ক্ষয়ক্ষতির কি পরিমান হয়েছে। পরে সরকারের কাছে জানানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D