কমলগঞ্জে ঢাকা ফেরৎ পুলিশ সদস্যের বাড়ির প্রধান ফটকে তালা

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

কমলগঞ্জে ঢাকা ফেরৎ পুলিশ সদস্যের বাড়ির প্রধান ফটকে তালা

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা ফেরৎ এক পুলিশ সদস্যের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বাড়ির ফটকে গ্রামবাসীরা তালা লাগিয়ে দিয়েছেন। অন্যদিকে, হবিগঞ্জ থেকে নিজ বাড়ি কমলগঞ্জে ফেরা আরও এক এনজিও কর্মীর নমুনা সংগ্রহ করে তাকে হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
কমলগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্রীনাথপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক কামাল চৌধুরীর ছেলে গোয়েন্দা পুলিশ সদস্য জাহাঙ্গীর চৌধুরী,স্ত্রী সন্তান ও মাকে নিয়ে গত ২৪ এপ্রিল ভোরে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হলে তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখার জন্য পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গ্রামবাসীরা দাবি জানান। পৌরসভা ও উপজেলা প্রশাসনে ব্যবস্থা গ্রহনে বিলম্ব হওয়ায় গ্রামবাসীরা শনিবার (২৫ এপ্রিল) বিকালে ঢাকা ফেরৎ গোয়েন্দা পুলিশ সদস্য জাহাঙ্গীল চৌধুরীর বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।
কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর চৌধুরী স্বপরিবারে ঢাকা থেকে বাড়ি ফিরেছে শুনে তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে পাঠিয়ে এ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে কমলগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালনগর গ্রামে বাপান দেব (২৫) নামে হবিগঞ্জ থেকে ফেরৎ এক এনজিও কর্মীর বাড়িতে রোববার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়। সাথে সাথে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। বাপন দেব এনজিও সংস্থা হীড বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাটে কর্মরত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, এনজিও কর্মী বাপন দেব যেহেতু করোনা আক্রান্ত এলাকা থেকে এসেছেন সেজন্য তাকে আজ থেকে ১৪ দিনের জন্য হোম কোয়ারিন্টেনে থাকতে হচ্ছে। অন্যদিকে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্রীনাথপুর এলাকার ঢাকা পেরৎ পুলিশ সদস্যের পরিবারকে ১৪ দিনে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।