২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের কমলগঞ্জে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ।আহসান ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন।
এসময় বক্তব্য রাখেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, পৌর মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, ইমতিয়াজ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহি, প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সুব্রত দেবরায় সঞ্জয়, শাহিন আহমদ, মোনায়েম খান, আশহাবুজ্জামান শাওন প্রমুখ।
সভায় বক্তারা কমলগঞ্জের বিভিন্ন সমস্যার ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, কোন সরকারি দপ্তরের গাফিলতি মেনে নেওয়া হবে না। এই উপজেলার সমস্যা গুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নসহ সকল বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে উপজেলা পরিষদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে গতকাল সোমবার (২৪ আগস্ট) কমলগঞ্জের ঠাকুরবাজারে অগ্নিকান্ডে ১৬ দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D