২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় নারীসহ চারজন আহত হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামে।
কমলগঞ্জ থানায় দায়েরকৃত লিখিত এজাহার সূত্রে জানাা যায়, সতিঝিরগাঁও গ্রামের আজিদ মিয়ার ছেলে শাহীন মিয়া ও শানু মিয়া একই গ্রামের মো: আবুল মিয়ার কাছে থেকে প্রায় ৪/৫ মাস পূর্বে তার বসতবাড়ির পূর্বপার্শ্বে ধানি জমি বিক্রি করবে বলে নগদ অগ্রীম ১ লক্ষ ১ হাজার টাকা বায়না নেন। বায়না নেয়ার পর ৪/৫ মাস অতিবিাহিত হওয়ার পরও শাহীন মিয়া ও শানু মিয়া জায়গা রেজিষ্ট্রি করে দেননি। ফলে আবুল মিয়া তার নগদ বায়না টাকা ফেরত দেয়ার জন্য শাহীন মিয়া ও শানু মিয়ার কাছে চাপ সৃষ্টি করেন। এর ঘটনার জের ধরে শুক্রবার দুপুর ২টায় আজিদ মিয়ার ছেলে শাহীন মিয়া, শানু মিয়া গংরা আবুল মিয়ার বসতবাড়িতে এসে আবুল মিয়ার পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করেন। এতে বাঁধা দেয়ায় শাহীন মিয়া, শানু মিয়া গংরা আবুল মিয়ার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মো: ফজলুল হক (৭০), এমদাদুল ইসলাম সোয়েব (১৭), রুহেনা আক্তার সীমা (১৮) ও হাফেজ ময়নুল ইসলাম (৩৪) আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। আবুল মিয়া ঘটনার পর বাড়িতে এসে বিষয়টি শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যকে অবহিত করেন। এ ঘটনায় আবুল মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিকেলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শানুর মিয়া মারামারির বিষয়টি অস্বীকার করে বলেন, আবুল মিয়ার সাথে টাকার কোন লেনদেন নাই। ঘরের কাছে গাছ রোপনকে কেন্দ্র করে মারামারি হলে আমার ভাই শাহীন মিয়া আহত হয়।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাটি শুনে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করেছি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী সতিঝিরগাঁও গ্রামে মারামারির ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D