কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৩০০ কম্বল বিতরণ

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৩০০ কম্বল বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা বাগানসহ তিনটি ইউনিয়নে শীতার্ত ১৩০০ পরিবারের মাঝে গরীর ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে মুন্সীবাজার ইউনিয়নের শীতার্ত ৪০০ জনের মাঝে কম্বল বিতরণ করেন।

বেলা ২টায় শমশেরনগর চা বাগানে শীতার্ত ৪৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে বেলা ৩টায় আলীনগর চা বাগানে শীতার্ত ৪০০ জনের মাঝে কম্বল বিতরণ করেন সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফতার, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো: জুয়েল আহমেদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক শাহীন আহমেদ, শমশেরনগর ইউপি সদস্য শেখ রায়হান ফারুক, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে তার ব্যক্তিগত পক্ষ থেকে ২০০টি কম্বল বিতরণ করেন।