১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পেয়েছেন ১৩৬১ জন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের হাতে ভাতার ৮৮ লাখ ৬ হাজার ৮শ টাকা তুলে দেন সাবেক চিফ হুইপ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, সহসভাপতি আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল প্রমুখ।
পরে ৮৫৫ জন বয়স্ককে মাসিক ৫০০ টাকা হারে এক বছরের জন্য ৫১ লাখ ৩০ হাজার, ৪৫ জন বয়স্ক চা শ্রমিককে ৫০০ টাকা হারে এক বছরের জন্য ২ লাখ ৭০ হাজার, ১৯৪ জন বিধবা ও স্বামী নিগৃহীতাকে ৫০০ টাকা হারে এক বছরের জন্য ১১ লাখ ৬৪ হাজার ও ২৬৭ জন অসচ্ছল প্রতিবন্ধীকে ৭০০ টাকা হারে এক বছরের জন্য ২২ লাখ ৪২ হাজার ৮শ টাকা বিতরণ করা হয়।
কমলগঞ্জ প্রতিনিধি
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D