১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
মৌলভীবাজারের মাধবপুরে শক্রতার জেরে কয়েক কৃষকের সবজি ক্ষেত ও বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে। এতে সাড়ে ৯ লাখ টাকা ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এতে আয়ের উৎস হারিয়ে দিশেহারা তারা।
ক্ষতিগ্রস্তরা হলেন- মনাফ মিয়া, সানুর মিয়া, আব্দুল মজিদ, ইউনুছ মিয়া, সিরাজ মিয়া, আফিয়া বেগম।
মনাফ মিয়া জানান, তার পিয়ারা, কলা, কাঁঠাল, তেজপাতার গাছ কাটা হয়েছে। এছাড়া শিম ও লাউ গাছ উপড়ে ফেলা হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
আব্দুল মজিদ জানান, আকাশমনি, বেলজিয়াম, সেগুন, কলা ও সবজি ক্ষেতে তাণ্ডব চালানো হয়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, ইউনুছ মিয়ার বাঁশ, আকাশমনি গাছ ও সবজি ক্ষেতের প্রায় দুই লাখ টাকা, সিরাজ মিয়ার টমেটো, বেগুন ও ফরাসের সবজি ক্ষেতের প্রায় দেড় লাখ টাকার ও আফিয়া বেগমের গাছ ও সবজি বাগানের প্রায় ৫০ হাজার টাকার সবজি ক্ষেত ও গাছ কেটে নষ্ট করা হয়েছে।
ক্ষতিগ্রস্তরা বলেন, একই এলাকার জহির উদ্দিন, আব্বাছ আলী ও আহমদ আলীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। স্বচ্ছলভাবে সংসার না চালাতে তারা এই ক্ষতি করেছে। অনেক ঋণ করে এসব বাগান ও ক্ষেত করেছি। এখন কিভাবে ঋণ পরিশোধ করব।
কমলগঞ্জ থানার এসআই তোফায়েল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
কমলগঞ্জ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D