কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে সোলার লাইট বিতরণ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে সোলার লাইট বিতরণ

নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সোলার লাইট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ গুড নেইবারস বাংলাদেশ এর কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গোমেজের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনিন্দ্র কুমার সিংহ, সাংবাদিক এম এ হামিদ, পিন্টু দেবনাথ, নাঈম আলী, এ কে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহসহ গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গোমেজ বলেন, গুড নেইবারস বাংলাদেশ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য এবং তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ করছে। কারণ আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদেরকে অধিকার দিতে ও মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আদমপুর ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের ৩ হাজার শিক্ষার্থীকে সোলার লাইট
প্রদান করা হবে। বিদ্যুৎ চলে গেলেও অন্ধকারে সোলার লাইট জ্বালিয়ে লেখাপড়া করতে পারবে তারা। এই লাইটগুলো সরাসরি কুরিয়ার স্যামসন কোম্পানি থেকে আসে এবং সৌর থেকে চার্জ হয়, যা ৭ ঘন্টা পর্যন্ত থাকে।

প্রথমদিন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এ কে বাংলা স্কুলের ১০০ জন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে সোলার লাইট বিতরণ করেছে।

সিলেটের দিনকাল /আমছাল চৌধুরী / ২৪/০৩/২১ইং