কমলগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নৈশ প্রহরী আটক

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

কমলগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নৈশ প্রহরী আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপির ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

পঞ্চম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক কমলগঞ্জ থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করলে রোববার রাতে কমলগঞ্জ থানা পুলিশ দফতরিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী গত শনিবার সকাল পৌনে ৯টায় বিদ্যালয়ে আসলে দফতরি অজিত দেবনাথ কৌশলে তাকে যৌন হয়রানি করে।

ছাত্রী বিষয়টি বাড়িতে গিয়ে অভিভাবককে জানালে এ ঘটনায় কমলগঞ্জ থানায় রোববার একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ ও আয়াজ মাহমুদ রোববার রাতেই অভিযান চালিয়ে ধর্মপুর গ্রাম থেকে দফতরি অজিত দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসেন।

ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দিন আমি সকাল ৯টা ১০ মিনিটে বিদ্যালয়ে যাই। সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দফতরি যৌন হয়রানির কথা স্বীকার করেছেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে স্কুলের দফতরিকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

মৌলভীবাজার প্রতিনিধি