কমলগঞ্জে সড়ক কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

কমলগঞ্জে সড়ক কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৪ টার দিকে শহরের মৌলভীবাজার সড়কের ৩নং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুজন আরোহী ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। পরে তাদেরকে সিলেট হাসপাতালে নেওয়া হলে পথে তাদের মৃত্যু হয়।

জানা যায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে তারা মারা যান। নিহতরা হলেন- জালাল উদ্দীন (৩৭) সেলিম মিয়া (৩৮) বলে জানান শ্যাভরনের একজন কর্মচারী।

কারের ড্রাইভার পালানোর সময় জনতা ধরে পুলিশে সোপর্দ করে। নিহতরা বহুজাতিক তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনে কর্মরত বলে জানা গেছে। শ্রীমঙ্গল থানার ওসি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।