২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
কমলগঞ্জ প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জের ৫টি ইউনিয়নের ১০টি গ্রামের বাসিন্দারা প্রবেশপথ বন্ধ করে স্বেচ্ছায় লকডাউন করেছেন। এসব গ্রাম গুলো হলো,উপজেলার শমশেরনগর ইউপির শিংরাউলী, মাধবপুর ইউপির মাঝেরগাঁও, শিমুলতলা, আদমপুর ইউপির হোমেরজান, তেতইগাঁও, ঘোড়ামারা, সদর ইউপির পশ্চিম কান্দিগাঁও, বনগাঁও, আলীনগর ইউপির উত্তর তিলকপুর, কামদপুর, গকুলনগর গ্রাম।
শমশেরনগর ইউপির বাসিন্ধা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. সাজ্জাদুর রহমান বলেন, শিংরাউলী গ্রামের রাস্তা অবাদে ব্যবহার করে ট্রাকে ইট, বালু ও জমির মাটি পরিবহন করছে একটি চক্র। এ গ্রাম অবাধে বহিরাগতদের আনাগোনা রয়েছে। গ্রামবাসীদের সু-রক্ষার চিন্তায় গ্রামের ছাত্র, যুবক ও তরুনরা স্বেচ্ছায় নিজ উদ্যোগে গ্রামের প্রবেশ পথে বাঁশ পুতে ব্যারিকেট সৃস্টি করা হয়েছে।
এছাড়াও স্বেচ্ছায় লকডাউন করা কয়েকটি গ্রামের বাসিন্ধারা জানান, করোনা ভাইরাসের আতঙ্কেও জন্য তারা এই ব্যবস্থা গ্রহণ করেছেন। বহিরাগতদের তাদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গ্রামবাসীদের সু-রক্ষার জন্য স্বেচ্ছায় লক ডাউন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ১০টি গ্রাম স্বেচ্ছায় লকডাউনে যাওয়ার সত্যতা তিনি নিশ্চিত করে বলেন, গ্রামবাসীরা তাদের সুরক্ষার জন্যই নিজেরা এ উদ্যোগ গ্রহণ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D