২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
সালাহ্উদ্দিন শুভ,কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংকের সবার সাথে গত এপ্রিল মাসের শেষ দিকে সোনালী ব্যাংক শাখার ক্যাশিয়ার ইমরান হাবিব করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ১ মে সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলে তিনি ও একই শাখার নিরাপত্তাকর্মী করোনা শনাক্ত হয়েছিলেন। এর পর থেকে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের একটি ভাড়া বাসায় তিনি স্বপরিবারে আইসোলেশনে রয়েছেন। দ্বিতীয় দফা নমুনা দিয়ে তার অফিসের কর্মচারীরা করোনা নিগেটিভ হলেও তিনি আবারও পজেটিভ হয়েছিলেন। এর পর তিনি আবার তৃতীয় দফা নমুনা দিয়ে আজ দীর্ঘ ২ মাস ২০ দিন পরও করেনা পরীক্ষার ফলাফল পাননি।
দীর্ঘ ২ মাস ২০ দিনে একটি ভাড়া বাসায় স্বপরিবারে আইসোলেশনে থেকে ব্যাংকার ইমরান হাবিবের মনোবল ক্রমে দুর্বল হয়ে পড়েছে। রোববার মুঠোফোনে আইসোলেশনে থাকা কমলগঞ্জ সোনালী ব্যাংকের ক্যশিয়ার বলেন একা থাকতে থাকতে তিনি ভরসা হারিয়ে ফেলছেন। মানসিকভাবে দুর্বল হচ্ছেন। তাছাড়া ব্যাংকে কর্মরত না থাকায় তিনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার সাথের সবার এমনকি সম্প্রতি নমুনা দিয়েও কয়েক দিনের মধ্যে ফলাফল পেয়ে যাচ্ছেন মানুষজন। অথচ তিনি ২ মাসের অধিক সময় ধরে তিনি ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে ফোনে যোাগাযোগ করলেও ফলাফল আসছেনা বলে জানান। এ অবস্থায় তিনি চরম দুর্ভোগের মাঝে দিন কাটাচ্ছেন।
সোমবার (২২ জুন) সকালে সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় সিনিয়র স্টাফ ছমির উদ্দীন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তারা বুঝতে পারছেন না এত দিনে কেন ইমরান হাবিবের ফলাফল আসছে না ? করোনাজয়ী একই শাখার পিয়ন দুলাল মিয়া বলেন করোনা শানাক্ত হওয়ার পর প্রথমেই সামাজিকভাবে হেয় হয়ে স্থানীয়ভাবে চরম দুর্ভোগের মাঝে পড়তে হয়। তিনি সুস্থ্য হয়ে আবার কাজে ব্যস্ত থাকায় এখন মানসিকভাবে চাঙা আছেন। তবে এ শাখার ক্যাশিয়ার ২ মাস ২০ দিন ধরে একটি ঘরে আইসোলেশনে আছেন আর নানাভাবে চরম দুর্ভোগে আছেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ১ মে ক্যাশিয়ার এমরান হাবিব করোনা শনাক্ত হয়েছিলেন। দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় তিনি আবারও করোনা পজেটিভ হলে ৩য় দফা নমুনা দিেেলও একন কোন ফলাফল আসেনি। তবে স্বাস্থ্য বিধির কিছু নিয়ম আছে তা খতিয়ে দেখে কিভাবে ব্যাংকার ইমরান হাবিবকে আইসোলেশন থেকে বের করা যায় তা ভেবে দেখা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D