করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভৈরবে ইতালি ফেরত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভৈরবে ইতালি ফেরত ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরবে ইতালিফেরত এক ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি গত ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরেছিলেন। ভৈরব করোনা রোগ প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ গণমাধ্যমকে বলেছেন, মৃতের শরীরে করোনাভাইরাসের লক্ষণ ছিল।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা, সেটা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ দল ভৈরবে এসেছেন। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘মৃত ব্যক্তি ইতালি থেকে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার পর ১৪ দিন বাসায় ছিলেন। তার দু-একদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হয় পরে বাসায় চলে যান। গতকাল হঠাৎ কার্ডিয়াক সমস্যা অনুভব করলে আবার তিনি হাসপাতালে যান এবং ডাক্তারদের পরীক্ষা-নিরীক্ষার সময় তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘আমরা আইইডিসিআর-কে জানিয়েছি। তার স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। তার বাসা ও আশেপাশের কয়েকটি বাসার লোকজনের যাতায়াত সীমিত করেছি। আমরা খোঁজ নিচ্ছি মৃত ষাটোর্ধ্ব লোকটি আর কার সঙ্গে এই কয়দিন মিশেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এদিকে, রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে রোববার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে টোলারবাগের করোনাভাইরাসে যে ব্যক্তি মারা গেছেন, তার সঙ্গে এই বৃদ্ধের ঘনিষ্ঠতা ছিল। পরপর দুদিন দুই জনের মৃত্যুতে উত্তর টোলারবাগের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল