করোনাভাইরাসের কারণে বার্সেলোনার এক ম্যাচেই ক্ষতি ৫৮ কোটি

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

করোনাভাইরাসের কারণে বার্সেলোনার এক ম্যাচেই ক্ষতি ৫৮ কোটি

স্পোর্টস ডেস্ক ::

করোনাভাইরাস আতঙ্কের কারণে এক ম্যাচেই ৫৮ কোটি টাকা ক্ষতি হবে বার্সেলোনার। আগামী ১৯ মার্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা ও ন্যাপোলি। করোনা আতঙ্কের কারণে এই ম্যাচটিতে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খালি মাঠেই পারফর্ম করবেন মেসি-সুয়ারেজরা।

ম্যাচটির আয়োজক যেহেতু বার্সেলোনা, সে ক্ষেত্রে দর্শক অনুপস্থিতির ক্ষতিও বহন করতে হবে বার্সাকে।

ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তেম্যু মঙ্গলবার জানিয়েছেন, ন্যাপোলির বিপক্ষে বার্সেলোনার এই ম্যাচে দর্শকশূন্য থাকার অর্থ হচ্ছে বার্সার ৬০ লাখ ইউরো ক্ষতি হবে।

টিকিটসহ অন্য আনুসাঙ্গিক বিষয়াধি বিক্রি বাবদ ৬০ লাখ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৮ কোটি টাকা) যোগ হওয়ার কথা ছিল বার্সার তহবিলে। কিন্তু করোনার কারণে, এই অর্থ থেকে বঞ্চিত হতে হচ্ছে মেসিদের ক্লাবকে।

বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তেম্যু বলেন, দর্শক উপস্থিত না হতে পারা অবশ্যই খারাপ খবর। এখানে আমাদের অনেক বড় অর্থনৈতিক ক্ষতির ব্যাপার রয়েছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র বার্সেলোনাই নয়, এই পরিস্থিতিতে প্রতিটি ক্লাবকেই খেলতে হচ্ছে ক্লোজ ডোর স্টেডিয়ামে। এটা সবারই সমান সমস্যা। অর্থ হচ্ছে দ্বিতীয় সমস্যা। স্বাস্থ্যই সবার আগে। তবে এই এক ম্যাচেই বার্সার লস হচ্ছে ৬ মিলিয়ন ইউরো।

করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডে মঙ্গলবারই আর্সেনাল এবং ম্যানসিটির একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের কিছু ম্যাচও স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী দুই সপ্তাহ দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হবে লা লিগা এবং স্প্যানিশ সেগুন্ডা ডিভিশনের ম্যাচগুলো।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল