সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
অনলাইন ডেস্ক ::
করোনাভাইরাস মুক্ত হয়ে প্রথম বদলি হিসেবে মাঠে নেমেছেন জুভেন্টাসের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আর করোনা থেকে সেরে উঠেই বাজিমাত করলেন তিনি।
জোড়া গোল করে জুভেন্টাসের বড় জয়ে মুখ্য অবদান রাখলেন সিআর সেভেন।
তার জোড়া গোলের সুবাদে রোববার স্পেৎসিয়াকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছেন ইতালিয়ান জায়ান্টরা।
করোনায় আক্রান্ত হয়ে বার্সেলোনার বিপক্ষের ম্যাচসহ চারটি ম্যাচ খেলতে পারেননি রোনাল্ডো। রোববার স্পেৎসিয়ার ওপর যেন সেই কষ্টটাই ঝাড়লেন তিনি। যদিও করোনাঝড়ে শারীরিক অবস্থা কেমন হয় তার তা নিয়ে শঙ্কায় ছিলেন। মাঠের পারফরম্যান্স দিয়ে সেই শঙ্কা একেবারে উড়িয়ে দিলেন রোনাল্ডো।
এদিন জুভেন্টাস আবারও ১-১ গোলে ড্রয়ের দিকে এগোচ্ছিল। ম্যাচের ১৪ মিনিটে মোরাতার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। তবে ৩২ মিনিটে তোমাসো পোবেগা সমতায় ফেরান স্বাগতিকদের। আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে পাওলো দিবালার বদলি হিসেবে নামেন রোনাল্ডো। মাঠে নামার মাত্র ১২৬ সেকেন্ড পর গোল করেন ম্যাচের ৫৯ মিনিটে।
৬৭ মিনিটে রবিও গোল করে ব্যবধান ৩-১ করেন। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে এক হালি পূর্ণ করেন রোনাল্ডো।
এ মৌসুমে ছয় লিগ ম্যাচে অপরাজিত জুভেন্টাস এই জয়ে উঠে এলো দ্বিতীয় স্থানে। ৬ ম্যাচে ৩ জয় ও সমান ড্রয়ে ১২ পয়েন্ট তুরিনের ক্লাবটির। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। জুভেন্টাসের মনোযোগ এখন বুধবার ফেরেনেৎভারোসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি