Social Bar

করোনায় আক্রান্ত লিভারপুল স্ট্রাইকার সাদিও মানে

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

করোনায় আক্রান্ত লিভারপুল স্ট্রাইকার সাদিও মানে

খেলা ডেস্ক :: করোনা সর্বনাশা থাবা বসিয়েছে লিভারপুল শিবিরে।

থিয়াগো আলকানতারার পর এবার কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ক্লাবটির তারকা স্ট্রাইকার সাদিও মানে।

শুক্রবার এ দুঃসংবাদ জানিয়ে এক বিবৃতিতে লিভারপুল তাদের সোশ্যাল মিডিয়া পেজে লিখেছে, ‘সাদিও মানে কোভিড-১৯ পজিটিভ। থিয়াগো আলকানতারার মতই লিভারপুল কোভিড-১৯ এর সব ধরনের প্রটোকল মেনে সামনে এগিয়ে যাবে। সাদিও মানে যতদিন প্রয়োজন, ততদিনই সেলফ আইসোলেশনে থাকবেন।’

গত সোমবার আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন সাদিও মানে। ওই ম্যাচে গোলও পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল লিভারপুল। ম্যাচ শেষে উপসর্গ দেখা দিলে তার পরীক্ষা করা হয়। ফলাফলে করোনাভাইরাস পজিটিভ আসে।

এদিকে আজ শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে লিভারপুলের। তবে পর পর দুই দিনে দলের দুই সেরা তারকার করোনা পজিটিভের খবরে ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত করা হয় কি না সন্দেহ রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News