করোনায় মারা গেলেন তুরস্কের কিংবদন্তি রেসলার

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

করোনায় মারা গেলেন তুরস্কের কিংবদন্তি রেসলার

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন তুরস্কের কিংবদন্তি রেসলার রেসিত কারবাকাক। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তুরস্কের রেসলিং ফেডারেশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

প্রয়াত এই রেসলারের মৃত্যুতে শোক জানিয়েছেন তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী মেহমেত মুহাররম কাসাপোগলো।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রেসলার কারবাকাক। বৃহস্পতিবার হার্টঅ্যাটাকে মারা যান তিনি। বুরসা উত্তরপ্রদেশে তাকে আজই সমাহিত করা হবে।

কারবাবাক ছিলেন সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। ১৯৮৪ সালে লসঅ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ফ্রি স্টাইল ক্যাটাগরিতে যোগ দিয়েছিলেন কারবাকাক। রেসলিং থেকে অবসরে যাওয়ার পর তুরস্কের জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল