করোনা কাপ রাগবি সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

করোনা কাপ রাগবি সেনাবাহিনী চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক :

মুখে মাস্ক। মাথায় ওটি ক্যাপ। থার্মাল স্ক্যানার কপালে ধরে প্রত্যেকের গায়ের তাপমাত্রা মাপেন মনোয়ারা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। এরপর শুরু হয় খেলা। সোমবার পল্টন আউটার স্টেডিয়ামে দিনভর চলে করোনা কাপ রাগবি।

চার দলের খেলোয়াড়রা স্বাস্থ্যবিধি মেনে করোনা কাপ রাগবি টুর্নামেন্টে খেলেছেন। লিগভিত্তিক খেলায় সেনাবাহিনী ১৩১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ আনসার ৮১ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।

আনসার বাহিনীর সহকারী পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) রায়হান উদ্দিন ফকির বলেন, ‘দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় ছেলেরা মাঠে নামতে উদগ্রীব ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কিছু খেলা শুরু হয়েছে। আমাদের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ছেলেমেয়েদের খেলায় ফিরতে উৎসাহিত করেছেন। করোনাকালে রাগবি খেলতে এসে আমরা রানার্সআপ হয়েছি। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসকে সামনে রেখে কাজ করছি। যাতে শিরোপা ধরে রাখতে পারি।’

রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, ‘করোনা কাপ নাম শুনে অনেকেই কুঁচকেছিলেন। মহামারীর মধ্যেও আমরা সব নিয়ম মেনে খেলা শুরু করেছি। মাঠে মনোয়ারা হাসপাতালের ডাক্তারদের চেম্বার ছিল। যাতে তারা খেলোয়াড়দের পরীক্ষা করতে পারেন। তাছাড়া আমরা আগেই বলেছিলাম যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে, তারা খেলতে পারবে না। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে থার্মাল স্ক্যানার রেখেছি।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল