করোনা চিকিৎসায় গাজীপুরে রিসোর্ট দিতে চান সাবেক পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০

করোনা চিকিৎসায় গাজীপুরে রিসোর্ট দিতে চান সাবেক পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অবসরপ্রাপ্ত) এবং মৌলভীবাজার সদর উপজেলার মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিমের গাজীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্ট লিমিটেড নামে একটি রিসোর্ট আছে, সেখানে ১০০টির উপরে সুসজ্জিত রুম আছে। এ রিসোর্টির অংশীদার তিনি। করোনা পরিস্থিতিতে রোগীদের কোয়ারেন্টাইনের জন্য এ রিসোর্টটি প্রয়োজনীয় সময়ের জন্য স্বাস্থ্য বিভাগকে দেয়ার ইচ্ছে পোষণ করেছেন এই মুক্তিযোদ্ধা।

জানা যায়, রাজেন্দ্রপুর রিসোর্ট অ্যান্ড ভিলেজ একটি ইকো রিসোর্ট। যেটি তৈরি হয় ২০০৯ সালে। এর বেশ কয়েকজন অংশীদার রয়েছেন। এটির অবস্থান গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভেতরে। প্রায় ৮০ বিঘা জমি নিয়ে যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্ট। বনের স্বাভাবিক সৌন্দর্য্যকে অক্ষুণ্ন রাখতে এখানে পরিকল্পিতভাবে আরও বনায়ন করা হয়েছে। রাজেন্দ্র ইকো রিসোর্টে ৫৭টি কটেজের মধ্যে ১৪টি ইতোমধ্যে তৈরি হয়েছে। যাতে মোট ১০০টির অধিক সুসজ্জিত রুম আছে। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মাটির ঘর। যার প্রতিটি রুম ব্যবহার করা যাবে।

এ বিষয়ে রাজেন্দ্র ইকো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান বজলুল করিম জানান, একাত্তরে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছিলাম। বর্তমান করোনা পরিস্থিতি এক ধরনের যুদ্ধ এবং আমাদের সবারই যে যার অবস্থান থেকে এ যুদ্ধে শামিল হতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা বিজয়ী হবো। মানবতার জয় হবে।

তিনি আরও বলেন, মানুষ ভয় পেয়ে গেছে। তাই জনবহুল এলাকায় সরকারি বা বেসরকারি উদ্যোগে কোয়ারেন্টাইন করতে গেলেই বাধা দিচ্ছে। কিন্তু শহর থেকে দূরে এ ধরনের আরও রিসোর্ট আছে যেগুলোর মালিকরা চাইলেই সরকারকে দিয়ে সাহায্য করতে পারে। কারণ এ অবস্থায় এমনি রিসোর্টগুলোর ব্যবসা হবে না। সুতরাং সরকার ও অসুস্থ রোগীদের সাহায্য করার এটা একটা সুযোগ।