করোনা পরিস্থিতি: কমলগঞ্জে হাটবাজারগুলোতে লোকসমাগম বৃদ্ধি

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

করোনা পরিস্থিতি: কমলগঞ্জে হাটবাজারগুলোতে লোকসমাগম বৃদ্ধি

কমলগঞ্জ প্রতিনিধি:
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সরকারের আদেশে হাটবাজারগুলোতে লোকসমাগম বন্ধে প্রশাসনের পদক্ষেপ কঠোর হলেও মৌলভীবাজারের কমলগঞ্জে তা মানছেন না মানুষজন। প্রথমে ভয়ে মানুষজন ঘর হতে বের না হলেও গত দুইদিন ধরে গ্রামের হাটবাজারেগুলোতে দুপুর হলেই লোকসমাগম বাড়ছে। এতে করে সামাজিক দুরত্ব বজায় না থাকায় করোনা ভাইরাস প্রার্দুভাবের আশংকা দেখা দিয়েছে।
সরজমিন ঘুরে দেখা যায়, সরকারী নির্দেশে উপজেলা প্রশাসনের নজরদারীতে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথম ৪/৫দিন শহর থেকে শুুর করে গ্রামাঞ্চলের ছোট বড় হাটবাজার গুলোতে সাধরাণ মানুষজন তেমন উপস্থিতি ছিল না। রাস্তাঘাট ফাঁকা ছিল। কিন্তু গত দুইদনি ধরে উপজেলা সদরের ভানুগাছ বাজার, চৌমুহনী, মুন্সিবাজার ছাড়া ব্যতিত অন্যান্য আদমপুর, শমসেরনগর, পতনউষার, রাজদীঘিরপাড়, চৈত্রঘাট, কুরমা, আলীনগর, চিৎলিযা, রাজাকান্তি, রাজটিলাসহ গ্রামের বাজার গুলোতে বিকাল বেলায় লোক সমাগম বৃদ্ধি পেয়েছে। মানুষজন দিব্যি জটলা বেঁধে গল্প করতে দেখা গেছে। ফার্মেসি, মুদিদোকান এর পাশপাশি কিছু চা ষ্টল খোলা রেখে চা ও পান বিক্রি করতে দেখা যায়। বিশেষ করে সন্ধ্যায় বাজারগুলো ভিড় পরিলক্ষিত হয়। সরকারী নির্দেশ অমান্য বাজার গুলোতে লোকজন বাড়লেও পুলিশ ও উপজেলা প্রশাসন কোন নজরধারী নেই। নজরদারী শিথিলতার কারনে বিকেল হতে রাত অবধি হাট গ্রাম্যবাজারগুলোতে লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে। সচেতন নাগরিকরা মনে করছেন প্রশাসন কঠোর না হলেও সামজিক দুরত্ব বজায় থাকবে না আর লোকজন অবাদে বাড়ি হতে বের হবেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, আমরা চেষ্টা করছি লোকজন যেন হাট বাজারে বের না হয়। বিভিন্ন গ্রামের বাজারে মানুষজন উপস্থিতির বিষয়টি কানে এসেছে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।