করোনা : মৌলভীবাজারে প্রবাসীর বিয়ে পণ্ড, জরিমানা

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

করোনা : মৌলভীবাজারে প্রবাসীর বিয়ে পণ্ড, জরিমানা

অনলাইন ডেস্কঃঃ

মৌলভীবাজার সদর উপজেলায় কোয়ারেন্টাইনে না মেনে বিয়ে করতে যাচ্ছিলেন গ্রীস প্রবাসী এক তরুণ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গ্রীস ফেরত ওই প্রবাসী তরুণের বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌর কমিউিনিটি সেন্টারে করোনা প্রতিরোধে সচেতনামূলক অভিযানে কনেপক্ষকে ৫০ হাজার টাকা ও কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন।

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এক তরুণ গত ৮ মার্চ গ্রীস থেকে দেশে ফেরেন। এরই মধ্যে হোম কোয়ারেন্টাইন না মেনে তিনি আজ দুপুরে বিয়ে করতে বরযাত্রীসহ পৌর কমিউনিটি সেন্টারে আসেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে জরিমানার পাশাপাশি বিয়ে বন্ধ করে দেয়। বরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এছাড়াও কোয়ারেন্টাইনে না মেনে মার্কেটে ঘোরাফেরা করা এক দুবাই ফেরত প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।