করোনা সংক্রমণ প্রতিরোধে : কমলগঞ্জের সাথে কুলাউড়ার সড়কপথ গুলো বন্ধ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

করোনা সংক্রমণ প্রতিরোধে : কমলগঞ্জের সাথে কুলাউড়ার সড়কপথ গুলো বন্ধ

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইতিপূর্বে একজন পুলিশ সদস্যসহ ২ জন করোনা আক্রানাত হলেও গত ২৪ ঘন্টায় কুলাউড়া উপজেলায় আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এ অবস্থায় সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে কমলগঞ্জের শমশেরনগর-কুলাউড়া প্রধান সড়কের শ্রীসূর্য এলাকায় গাছের খন্ডাংশ ফেলে ও বাঁশ পুতে সড়ক বন্ধ করেছে এলাকাবাসী। একই সাথে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সাথে কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের সড়ক পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা যায়, মৌলভীবাজারের ৭টি উপজেলার মধ্যে একমাত্র কমলগঞ্জ উপজেলা এখনও করোনা মুক্ত রয়েছে। সম্প্রতি কুলাউড়া উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসনকে অবহিত করে কমলগঞ্জের পতনউষার ইউনয়িনের চেয়ারম্যানে জ্ঞাতসারে শ্রীসূর্য গ্রামের মানুষজন সোমবার দুপুরে কুলাউড়া সড়ক বন্ধ করে দেয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, শমশেরনগর-কুলাউড়া প্রধান সড়কের শ্রীসূর্য এলাকায় কয়েকটি গাছের খন্ডাংশ ফেলে তার সাথে বাঁশ পুতে সড়কটি যানবাহন ও মানুষজন চলাচল বন্ধ করা হয়েছে।
আলাপকালে শ্রীসূর্য গ্রামের সুমন খান বলেন, কুলাউড়া উপজেলা এখন করোনাভাইরাসের জন্য বিপদজনক এলাকা। প্রতিদিনই এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। কমলগঞ্জ উপজেলায় যাতে করোনাভাইরাস সংক্রমিত না হয় সে জন্য গ্রামবাসীরা পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমেদ বাবু জ্ঞাতসারে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানকে অবহিত করেই এ সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে সোমবার সকালে কুলাউড়া উপজেলার সীমান্তবতী শরীফপুর ইউনিয়নের চলাচলকারী চাতলাপুর- স্থল শুল্ক স্টেশন সড়কের জোড়াপুল এলাকায় বাঁশ পুতে এলাকাবাসী সড়কটি বন্ধ করে দিয়েছে।
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনয়িনের চেয়ারম্যান মো. জুনাব আলী কমলগঞ্জের সাথে তার ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধেল সত্যতা নিশ্চিত করে জানান,কুলাউড়া থেকে কমলগঞ্জে যাতে করোনাভাইরাস সংক্রমিত না হয় সে জন্য কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ চৌধুরী তাকে এ নির্দেশনা দিয়েছেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, এখনও কমলগঞ্জ উপজেলা করোনামুক্ত রয়েছে। কড়াকড়ি লকডাউন মানলে, মানুষজন একটু সচেতন হয়ে ঘরে থাকলে আশা করা যায় এ উপজেলা করোনা সংক্রমিত হবে না।