করোনা: সিলেটে ব্যবাসায়ী ভাই ও প্রবাসী বোনের খাদ্য বিতরণ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

করোনা: সিলেটে ব্যবাসায়ী ভাই ও প্রবাসী বোনের খাদ্য বিতরণ

করোনা প্রতিহত করতে দেশে ঘরবন্দি জীবনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ীসহ প্রবাসীরাও। এনিয়ে অসহায়দের মধ্যে চাল-ডালসহ নিত্য পণ্য বিতরণ করছেন এসকল মহৎ ব্যক্তিরা। তারা দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাবার।
সিলেটের এক ব্যবসায়ী ও তার বোনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) শহরতলীর পীরেরবাজারে অসহায় মানুষদের মধ্যে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা চাল বিতরণ করা হয়। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনপ্রতি পরিবারে এক বস্তা করে এ খাদ্য বিতরণ করা হয়।
আকবর ইলেকট্রনিক্স, কবির এন্ড ব্রাদার এবং সাকিব ইলেকট্রনিক্সের মালিক আলহাজ্ব কবির আহমদ সিদ্দিকী বলেন, আমার লন্ডন প্রবাসী বোন নূরানী সিদ্দিকা ও আমার যৌথ উদ্যোগে দরিদ্রদের মধ্যে এই খাদ্য বিতরণ করা হল। এটা প্রাথমিক পর্যায়ে করা হয়েছে। আশা করি আবার দুস্তদের মধ্যে খাবার বিতরণের তাওফিক যেন আল্লাহ দান করেন। আমি আহবান করব দেশের মানুষের এই ক্রান্তিলগ্নে প্রবাসীসহ স্থানীয় বিত্তবানরা গরীবের পাশে যেন দাঁড়ান।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল