কলকাতাকে হেসেখেলে হারাল ব্যাঙ্গালুরু

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

কলকাতাকে হেসেখেলে হারাল ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং দেখে হতাশ সমর্থকরা। টি-টোয়েন্টির ম্যাচকে টেস্ট বানিয়ে ফেলল এউইন মরগানরা।

১২০ বল খেলে দলগত সেঞ্চুরিও করতে পারেননি তারা।

বুধবার রাতে আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর বোলারদের সমীহ করতে গিয়ে ৮ উইকেটে মাত্র ৮৪ রান করে কেকেআর।

আর সেই ৮৪ রান হেসেখেলেই পার করে ফেলেন বিরাট কোহলিরা।

টস জিতে ব্যাট করতে শুরুতেই মোহাম্মদ সিরাজের তোপের মুখে পড়েন কেকেআরের ব্যাটসম্যানরা। ১৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেন তারা। এর মধ্যে সিরাজ নেন ৩ উইকেট আর ১ উইকেট নেন নভদ্বীপ সাইনি।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রাহুল ত্রিপাথিকে (১) আউট করেন সিরাজ। চতুর্থ বলে সরাসরি বোল্ড হয়ে শূন্যরানে ফেরেন নীতিশ রানা।

পরের ওভারে কেকেআরের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শুভমান গিলকে (১) প্যাভিলিয়নের পথ দেখান নভদ্বীপ সাইনি।

চতুর্থ ওভারে আবার কেকেআর শিবিরে আঘাত হানেন সিরাজ। ৮ বলে ১০ রান করে সেই সিরাজের বলে এবি ডি ভিলিয়ার্সের ক্যাচে পরিণত হন টম ব্যান্টন।

এবার ধারাবাহিকভাবে ব্যর্থ অধিনায়কত্ব ছেড়ে দেয় দীনেশ কার্তিক। যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে কার্তিক করেন মাত্র ৪ রান। দলের সবচেয়ে দামি খেলোয়াড় প্যাট কামিন্সও সেই চাহালের বলে ৪ রানে ফেরেন।

চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করেন অধিনায়ক মরগান। ৩৪ বলে ৩ চার আর ১ ছক্কায় ৩৩ করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন মরগান।

শেষ দিকে কুলদ্বীপ যাদবের ১৯ বলে ১২ আর লুকি ফার্গুসনের ১৬ বলে ১৯ রানের পর ৮৪-তে গিয়ে থামে কলকাতার ইনিংস।

আইপিএলে এমন টার্গেট অনেকের কাছে হাস্যকরই বটে।

ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে পেসার সিরাজ ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নেন।

জবাবে ৮৫ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ভাবা হচ্ছিল ১০ উইকেটেই জয় নিয়ে ফিরবে ব্যাঙ্গালুরু।

৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।

উদ্বোধনী জুটিতে ব্যাঙ্গালুরুকে ৪৬ রান এনে দেন দেবদূত পাডিক্কেল আর অ্যারন ফিঞ্চ।

২১ বলে ১৭ করে ফার্গুসনের বলে আউট হন ফিঞ্চ। ১৭ বলে ২৫ রান করে কামিন্সের থ্রোতে রানআউট হন পাডিক্কেল।

এর পর আর কোনো উইকেটের দেখা পাননি কেকেআরের বোলাররা। গুরকিরাত সিং আর বিরাট কোহলি ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। গুরকিরাত ২৬ বলে ২১ আর কোহলি ১৭ বলে ১৮ রান করেন।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

 


×

Dear Visitor

Welcome to your country

For Regular News Update Follow Our Page.

Follow