কলাগাছ দিয়ে কালভার্ট নির্মাণ

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৯

কলাগাছ দিয়ে কালভার্ট নির্মাণ
ফেনীতে শর্শদী ইউনিয়ন পরিষদে বাঁশ ও কলাগাছ দিয়ে কালভার্ট নির্মাণ করা হয়েছে। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা গেছে,  ফেনী সদর থানার শর্শদী ইউনিয়নের উত্তরখানে একটি কালভার্ট ভেঙে যাওয়ায় দীর্ঘদিন থেকে মানুষের ভোগান্তি চরমে উঠেছিল। কয়েক দিন আগে শর্শদী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কালভার্টটি নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানান, কালভার্টের নির্মাণে নিম্নমানের খোয়া ও কংক্রিট ব্যবহার করা হয়েছে। ঢালাই কাজে সেন্টারিং করা হয় বাঁশ ও কলাগাছ দিয়ে। এতে করে যে কোনো সময় কালভার্টটি ভেঙে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি মেম্বার মোর্শেদ আলম জানান, কালভার্টটি চেয়ারম্যান নিজে করেছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাঁশ ও কলাগাছের কথা স্বীকার করে বলেন, কাজটি পরিষদের নয়, ব্যক্তি উদ্যোগে করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল