কলাবাগান অভিযানে ক্লাব সভাপতিসহ পাঁচজন গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

কলাবাগান অভিযানে ক্লাব সভাপতিসহ পাঁচজন গ্রেপ্তার

ক্লাবের কর্মচারী হাফিজুল ইসলাম, মোহাম্মদ হারুন, আনোয়ার হোসেন ও লিটন মিয়া।

কর্নেল আশিক বিল্লা বলেন, ‘কলাবাগান ক্রীড়া চক্রের অফিসে দুপুরের পর থেকে র‍্যাব-২ এর সদস্যরা অবস্থান নেয়। আমাদের কাছে তথ্য ছিল ক্রীড়া চক্রের ব্যানারের আড়ালে এখানে বিভিন্ন অনুমোদনহীন কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল। এই খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘অভিযানে আমরা জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন কয়েন, আমেরিকান গোল্ডেন কার্ড ৫৭২ প্যাকেট, বিদেশি একটি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি এবং ভিন্নরকম হলুদ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি পূর্ব প্রস্তুতি হিসেবে এখান থেকে ক্যাসিনো’র মূল সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে অথবা খেলা করার জন্য এসব আনা হয়েছে। তবে ক্যাসিনো খেলার কয়েনসহ অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

সিলেটের দিনকাল ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল