কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে শ্রীঘরে যুবক

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে শ্রীঘরে যুবক

হবিগঞ্জের বাহুবলে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় ইউএনও আয়েশা হক এ রায় দেন। দণ্ডিত নাহিদ মিয়া উপজেলার হাফিজপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে।

ইউএনও আয়েশা হক জানান, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি কলেজের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন নাহিদ। ওই কলেজছাত্রী থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নাহিদকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল