কাউন্সিলরের নেতৃত্বে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে লায়েকের নেতৃত্বে মুন্সিপাড়া এলাকার ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগ দিয়েছেন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন আনন্দ (২৬)।গতকাল রবিবার বিকেল ৫:৩০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, সিসিকের ১২৫ চাল চুরির নিউজ শেয়ার দেওয়া ও নির্যাতিত এক নারীর মামলায় সাক্ষী দেওয়ার কারণে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে লায়েক এর নেতৃত্বে গতকাল বিকালে এক দল সন্ত্রাসীর জেলা ছাত্রলীগের নেতা ইসমাইল হোসেন আনন্দ এর উপর হমলা চালায়। হামলার ঘটনায় এ কে লায়েকের সাথে অংশ নেয় মিজানুর রহমান মিঠু ও ওয়ার্ডের জামায়াত নেতা আমিন আলী সহ ছাত্র দলের সন্ত্রাসী সাঙ্গপাঙ্গরা । সন্ত্রাসীরা সাঙ্গপাঙ্গরা দেশীয় অস্ত্রসহ আক্রমণ করে ইসমাইল হোসেনের বাসায়। এসময় কাউন্সিলর লায়েক পিস্তল দিয়ে গুলি ছুড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মামলা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন আনন্দ।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সেলিম মিঞা গণমাধ্যমকে জানান ঘটনা তিনি শুনে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নেন। কেউ অভিযোগ করলে ব্যাবস্তা নিবেন বলে জানান তিনি।