কাটলিছড়া সমষ্টির সমবায় সমিতির দুর্নীতি

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

কাটলিছড়া সমষ্টির সমবায় সমিতির দুর্নীতি

আসাম প্রতিনিধি

কাটলিছড়া সমষ্টির রংপুর সমবায় সমিতি সেজে উঠছে দূনীর্তির আখড়ায়।তাই সমিতিতে বছর কয়েক ধরে চলে আসছে দেদার দূনীর্তি ও লুন্ঠন রাজ।আর এই লুন্ঠনের লাগাম টানতে ও ওই সমিতির দূনীর্তির সঙ্গে জড়িত ব‍্যক্তিদের চিত্র সামনে এনে সরকারি নিয়মে দূনীর্তি পরায়ন ব‍্যক্তিদের প্রতি উপযুক্ত কড়া ব‍্যবস্থা নিতে, মাঠে বিভাগীয় এরিয়া অফিসার দেবজ‍্যোতি পাঠক।পাঠক মাঠে নামতেই নড়েচড়ে বসে সমিতির সচিব ও বিভাগীয় আধিকারিক থেকে আরম্ভ করে এজেন্টরা।কারন সমিতিতে রয়েছে নামে বেনামে অবৈধ কার্ড।তাছাড়া গন বন্টনের মজুতকরন চাউল হিসেবে রয়েছে গড়মিল।তাই প্রথম সমিতির গুদাম ঘরের মজুতকরণ ব‍্যবস্থার পাই পাই হিসেব মিলিয়ে দেখে সমিতির সচিব নিলয় ভূষন সিংহকে আদেশ দেন আপাতত অবস্থায় বিতরণ করতে।সচিব প্রত‍্যেক এজেন্টদের কার্ডে উল্লেখিত জনসংখ্যা মতে এজেন্টদেরকে সঠিকভাবে সমঝে দেন চাউলগুলি।পরে এরিয়া অফিসার পাঠক সংবাদ মাধ‍্যমের সম্মুখে এসে বলেন, সমিতির গন বন্টন ব‍্যবস্থা থেকে আরম্ভ করে কতিপয় এজেন্টদের কবলে থাকা ভূয়া কার্ড ও হিসাবের মিল না রেখে অবাধ দূনীর্তি হলেও সমিতি দেখা শোনার দায়িত্ব তার হাতে আসার পর ক্রমান্বয়ে সমিতিতে চলমান দূনীর্তির লাগাম টানতে অনুসন্ধান প্রক্রিয়া অব‍্যাহত রেখে এখন পযর্ন্ত সমিতিতে এ এ ওয়াই অধীন ৩৯২৭ জনসংখ্যায় ৯৬৫টি কার্ড ও পি এইচ এইচ এর আওতাভূক্ত -৩১৭৩৫ জনসংখ্যার হিসাব মতে ৬৯৬০ টি কার্ড সব মিলিয়ে সমিতিতে ৩৫৬২৫ জনসংখ্যা অনুপাতে ৭৯২৫ কার্ড রয়েছে। ওই সব কার্ডগুলির মধ্যে থাকা এখন পযর্ন্ত ৫০ থেকে ৬০ টি অবৈধ কার্ড কেটে ফেলা হয় ও ১১০টি কার্ডের হিতাধিকারিরা নিজ থেকে কার্ড থেকে মুছে ফেলে নিজের ও পরিবারের নাম।তাছাড়া এজেন্টদের মধ‍্যে থেকে দূনীর্তির সাথে যুক্ত থাকার দায়ে ৩ জন এজেন্টকে বিগত কয়েক মাস পূর্বে সমিতির এজেন্ট থেকে সরিয়ে রাখেন।সমিতির এজেন্টের তালিকা থেকে সরিয়ে রাখা এজেনটরা হলেন আপিন রংপুর জিপির আয়েশা বেগম, সোনাছড়া রুপাছড়া জিপির উত্তম তন্ত্তবাই, দীননাথপুর জিপির ময়না মিয়া। তিনি এও বলেন, তার অনুসন্ধান প্রক্রিয়া অব‍্যাহত রেখে সমিতিতে থাকা ভূয়া ও ধনী বিত্তবান ব‍্যক্তি, একই পরিবারে সদস‍্যদের নামে থাকা একাধিক কার্ডগুলি একের পর অনুসন্ধান চালিয়ে নাম কর্তন করছেন ও দৃনীর্তির সাথে জড়িত যে কেউ হলে সাথে সাথে দূনীর্তি পরায়ন ব‍্যক্তিদের প্রতি বিহিত ব‍্যবস্থা নিতে তিনি সর্বদা প্রস্তুত।সমিতির সচিব নিলয় ভূষন সিংহ ( নিলু) সংবাদ মাধ‍্যমের সম্মুখে এসে বলেন, তার লক্ষ‍্য সমিতিকে সবার্ঙ্গীন সুন্দর ও উন্নত করে তোলা ও সঠিক সময়ে সঠিকভাবে হিতাধিকারির হাতে পৌঁছে দেওয়া তাদের প্রাপ্রটুকু। এটাই তার দায়িত্ব।তাছাড়া, তিনি সমিতিকে সবার্ঙ্গীন সুন্দর ও উন্নত করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।