১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিনের মৃত্যুর খবর পেয়েই কানাইঘাট পৌরসভাস্থ ডালাইচর গ্রামে ছুঠে যান জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ। সোমবার দুপুর ১২টায় মস্তাক আহমদ পলাশ আওয়ামী লীগের ত্যাগী এই প্রবীণ নেতার লাশের পাশে বসে যান। সেখানে জালাল উদ্দিনের ছেলেদের সহ স্বজনদের শান্তনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল প্রমুখ।
এ সময় আলহাজ¦ মস্তাক আহমদ পলাশসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেনা জানান।
উল্লেখ্য, জালাল উদ্দিন সকাল ১০টা ৪৫ মিনিটের সময় হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরে পবিত্র এশার নামাজের পর কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে যানাজা শেষে মহল্লার কবরস্থানে তাকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D