করোনার কারণে কানাইঘাটে অসহায় মানুষের মাঝে যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট (ইউকে)’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় কানাইঘাট পূর্ব বাজারে খাদ্য বিতরণের সূচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক কানাইঘাট শাখার ম্যানেজার মাহফুজুল আলম, চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজ্জমিল আলী, ত্রাণ বিতরণের প্রধান সমন্বয়কারী ব্যাংকার মো. আব্দুল্লাহ, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার রেজওয়ান আহমদ।
এছাড়াও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে সহায়তাকারী প্রতিটি ইউনিয়নের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, করোনাভাইরাসের এ মহাদুর্যোগের সময় এলাকার অসহায় ঘরবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নের খেটে খাওয়া অসহায় প্রায় ৭ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী জানান, যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত সমাজ সেবাপ্রদানমূলক এ সংগঠনটি প্রতিটি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় এই সংকট মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। পবিত্র রমজান ও বর্তমান দুর্যোগকালে অতীতের মত তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও তারা দেশের মানুষের পাশে থাকবেন।