কানাইঘাটে ধনমাইরমাটি একতা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

কানাইঘাটে ধনমাইরমাটি একতা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি:

কানাইঘাট উপজেলা দিঘীরপার পূর্ব ইউনিয়নের ধনমাইরমাটি একতা স্পোর্টিং ক্লাবের ২য় মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে, ২ মার্চ রোজ সোমবার বিকালে উপজেলার ধনমাইরমাটি দক্ষিন মাঠে অনুষ্ঠিত হওয়া জমজমাট ফুটবল ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলার দলইরমাটি ফুটবল ফেন্ডশীপ স্পোর্টিং ক্লাব বনাম ধনমাইরমাটি ফুটবল একতা স্পোর্টিং ক্লাব। ৫০মিনিটের টানটান উত্তেজনাময় জমজমাট ফুটবল খেলায় দলইরমাটি ফুটবল ফেন্ডশীপ স্পোর্টিং ক্লাবকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধনমাইরমাটি ফুটবল একতা স্পোর্টিং ক্লাব।

সাংবাদিক হাফিজ আহমদ(সুজনের) সঞ্চালনা প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরুতুননেছা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, বিশিষ্ট সমাজ সেবক জয়নুল আবেদিন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবু রায়হান পাবেল, আব্দুল হাসিম, আব্দুল ওয়াহিদ, জুবায়ের আহমদ দুলাল, রুহেল আহমদ রানা,জাহেদ আহমদ,রাসেল আহমদ সহ আরো অনেকেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল