কানাইঘাটে প্রবীণ মুরব্বী মিয়াজ উদ্দিনের মৃত্যতে বিভিন্ন সামাজিক সংঘটনের নেতাদের শোক
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
নিজস্ব প্রতিনিধি
কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপির বাখাইরপার গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ্ব মিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, রাজনীতিক নেতারা তারা এক শোক বার্তায় বলেন আমরা সমাজের এক অভিবাবক কে আজ হারিয়েছি দিশাহারা,আমাদের হৃদয় ফেঁটে ক্ষত-বিক্ষত। যার হাতে বিভিন্ন সামাজিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মাদরাসা বিশেষ করে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থা,ঢাকনাইল মডেল কিন্ডার গার্টেন,আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়,আকুনি মাদ্রাসা তথা গাছবাড়ি এলাকার অনেক প্রতিষ্ঠানে যার অবদান অনস্বীকার্য।তিনি ছিলেনএকজন ভালো গুণের মানুষ, যার প্রমান উনার জানাযার পূর্ব মুহুর্তে হাজার হাজার মানুষের আর্তনাদই প্রমান করে।হাজার হাজার মানুষ উনাকে হারিয়ে উদ্বিগ্ন।
অজস্র শোকার্তের সাথে ব্যথিত স্বজনেরা।সকল ভালো কাজে ছিল তিনার বিচরন।
,নিয়তির অমোঘ বিধানে প্রিয়জনকে অশ্রুজলে ভাসিয়ে শেষ পর্যন্ত চিরদিনের জন্য চলে গেলেন তিনি।হাজার হাজার জনতা এই প্রবীন মুরব্বী অশ্রুসজল নয়নে শেষ বিদায় দিয়েছেন।তিনি চলে যাওয়ায় মনে হচ্ছে যেন ঢাকনাইলের এক রাজপুত্রের বিদায় হয়ে গেল।
,মানুষ মরে যায়,বেঁচে থাকে তার কর্মে। কর্মে অমর হয়ে থাকবেন তিনি আমাদের মাঝে গুণগ্রাহী ও স্বজনদের হৃদয়ে অনন্তকাল।
পরিশেষে, সর্বশক্তিমান দয়াময় আল্লাহর নিকট আকুল আবেদন,আপনাকে যেন পরম করুনাময় আল্লাহপাক জান্নাতুল ফেরদৌস দান করেন এবংউনার স্বজন কে শোক সইবার শক্তি দান করেন,আ’মিন।