১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১
কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ ইউনিয়নের বাদশা বাজারে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পাওনা টাকার বিরোধ নিয়ে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে কয়েকটি দোকানের আসবাবপত্র ও মালামাল। গুরুতর আহত অবস্থায় এক পক্ষের ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএমের নির্দেশে থানার এসআই এস এম মাইনুল ইসলাম, এএসআই মোখলেছ একদল পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
গুরুতর আহত অবস্থায় বাউরভাগ ২য়খন্ড গ্রামের বীরমুক্তিযোদ্ধা বাদশা বাজারের ব্যবসায়ী হাজী নজিব আলী (৮৫) তার ভাই মুজম্মিল আলী (৬২), বিলাল আহমদ (৪০), শামীম আহমদ (৩৩), মোহাম্মদ আলী, হেলাল আহমদ (৫৫), জসিম উদ্দিন (৩০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় সোনাতনপুঞ্জি গ্রামের মকবুল আলীর পুত্র হারুন রশিদ ও তার ভাই মাসুক আহমদ, শফিক আহমদ, ইমরান আহমদ, আতিক আহমদকে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন। এ ঘটনায় আহত মুজম্মিল আলীর পুত্র এনাম উদ্দিন বাদী হয়ে বুধবার সকালে গ্রেফতারকৃত ৫ জনসহ ২৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা নিয়ে সোনাতনপুঞ্জি গ্রামের পুলিশের হাতে গ্রেফতারকৃত হারুন রশিদ ও বাউরভাগ ২য় খন্ড গ্রামের মুজম্মিল আলীর পুত্র এনাম উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার এ নিয়ে সন্ধ্যার দিকে বাদশা বাজারে এ দু’জনের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটলে এলাকার কয়েকজন মুরব্বী বিষয়টি সালিশে দেখে দিবেন বলে উভয় পক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা করে আমানত নেন।
এনাম উদ্দিন পক্ষের লোকজনের অভিযোগ এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে হারুন রশিদ গংরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাদশা বাজারে গিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে ও ৫টি দোকানপার্ট ভাংচুর করে। হামলায় তাদের ১২ জন আহত হন ও ৭ জনকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে হারুন রশিদ পক্ষের লোকজন জানান, পাওনা টাকা নিয়ে এনাম উদ্দিন হারুন রশিদকে বাদশা বাজারে মারধরের চেষ্টা করে। পরে রাত ১১টার দিকে এঘটনার প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষ বেধে যায় এতে তাদের ২টি মোটর সাইকেল প্রতিপক্ষের লোকজন নিয়ে যায় ও তাদের ৬/৭ জন হন। গ্রেফতারকৃত ৫ জনের শরীরের বিভিন্ন জায়গায় জখমের আঘাত থাকায় তাদেরকে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে গতকাল বুধবার আদালতে সোপর্দ করে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D