কানাইঘাটে স্কাউট শাখার পক্ষ থেকে স্যানিটাইজার বিতরণ

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

কানাইঘাটে স্কাউট শাখার পক্ষ থেকে স্যানিটাইজার বিতরণ
নিজস্ব প্রতিনিধি
সিলেটের কানাইঘাটে করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা পেতে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বাংলাদেশ স্কাউট কানাইঘাট উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে কানাইঘাট স্কাউট শাখার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের নির্দেশনায় কানাইঘাট বাজার সহ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্কাউটস কমিশনার ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাধন শিক্ষক মামুন আহমদ,কানাইঘাট উপজেলা স্কাউটস শাখার সহ-সভাপতি বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রাধন শিক্ষক নূর উদ্দিন, সহকারী কমিশনার কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক অালহাজ বশির অাহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মখলিছুর রহমান, সহ-সভাপতি কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, সদস্য শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের অালম, কাব স্কাউট ইউনিট লিডার ও আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদ হোসাইন রাহীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল