কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে লা ই সে ন্স বি হী ন ক্রা শা র মেশিন ব ন্ধ

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে লা ই সে ন্স বি হী ন ক্রা শা র মেশিন ব ন্ধ

কানাইঘাটের নাটের গুরু “প”
ঢাকায় বসে….

কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে লা ই সে ন্স বি হী ন ক্রা শা র মেশিন ব ন্ধ

নিউজ ডেস্ক

 

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে প্রশাসনের অভিযান চলাকালীন লাইসেন্সবিহীন পাথর ভাঙার ক্রাশার মেশিন বন্ধ ও ধ্বংস করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) কানাইঘাট পৌরসভার খেয়াঘাট, সাতবাঁক ইউনিয়নের বাংলা বাজার ও সাতপাড়ি এলাকায় গড়ে ওঠা ১০টি অবৈধ ক্রাশার মেশিন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি বন্ধ ও ধ্বংস করেন।

অভিযানকালে উপজেলা ভূমি অফিস, তহশীল অফিস এবং থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দীন অভি বলেন, ’পুনরায় কেউ অবৈধভাবে পাথর ভাঙার মেশিন চালু করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) গত ১৮ আগস্ট লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকেই উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের কারণে বর্তমানে কোয়ারীতে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার নির্ধারিত সময়ের মধ্যে কোয়ারীতে রাখা অনেক পাথরবাহী নৌকা সরিয়ে নেওয়া হয়েছে এবং কয়েকটি পাথরবোঝাই বলগেট থেকেও পাথর অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, কোয়ারী এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল