কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা গঠন

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা গঠন

শনিবার (১৩জুলাই) বিকালে কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে আয়োজিত এক আলোচনা সভায় কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা গঠিত হয়েছে। কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রিয় সভাপতি শাবিপ্রবি শিক্ষার্থী আসিফ আযহারের উপস্থিতিতে এ শাখা কমিটি গঠন করা হয়।

মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কামরান খানকে সভাপতি ও কানাইঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এখলাসুর রহমান মাহিনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি: ফয়সাল আহমেদ (এম.সি. কলেজ), খালেদ তাসনিম (ঝিঙ্গাবাড়ী ফাযিল ডিগ্রি মাদ্রাসা) ও মো. রাহেল আহমদ (কানাইঘাট সরকারি কলেজ); যুগ্ম-সাধারণ সম্পাদক: ইয়াহিয়া আহমেদ কলিম (মদন মোহন কলেজ), সুলতান আহমেদ চৌধুরী (গাছবাড়ী আইডিয়াল কলেজ) ও জাহাঙ্গীর আলম (গাছবাড়ী আইডিয়াল কলেজ); সহ-সাধারণ সম্পাদক: কাওছার আহমদ (বিওইউ) ও মাসুদ আহমদ (রাজশাহী বিশ্ববিদ্যালয়); সাংগঠনিক সম্পাদক: মো. শরফ (কানাইঘাট সরকারি কলেজ); অর্থ সম্পাদক: ইফজাল চৌধুরী (এম.সি. কলেজ); প্রচার সম্পাদক: আব্দুর রহমান (আইএইচটি, সিলেট); দপ্তর সম্পাদক: জাহেদ আহমদ (গাছবাড়ী আইডিয়াল কলেজ); গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: শাহীন আহমদ (ঝিঙ্গাবাড়ী ফাযিল ডিগ্রি মাদ্রাসা); পাঠাগার সম্পাদক: আব্দুর রহমান (মদন মোহন কলেজ); সাহিত্য সম্পাদক: সুহেল আহমদ (কানাইঘাট সরকারি কলেজ); সাংস্কৃতিক সম্পাদক: মুজিবুর রহমান (গাছবাড়ী আইডিয়াল কলেজ); শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: মো. জুনেদ (মদন মোহন কলেজ); তথ্য ও গবেষণা সম্পাদক: সালমান খান (জালালাবাদ কলেজ); তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আব্দুর রহিম (ঝিঙ্গাবাড়ী ফাযিল ডিগ্রি মাদ্রাসা); স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক: জাবের আহমদ (গাছবাড়ী আইডিয়াল কলেজ); সমাজসেবা সম্পাদক: ইসমাইল উদ্দিন (কানাইঘাট সরকারি কলেজ); কার্যকরী সদস্য: মো. দেলওয়ার হোসাইন (গাছবাড়ী আইডিয়াল কলেজ) ও আব্দুল আজিজ তারেক (এম.সি. কলেজ)। কমিটি গঠন শেষে শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে পিছিয়ে পড়া কানাইঘাট উপজেলাকে আলোকিত করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নানা পরিকল্পনা ও মতামত তোলে ধরে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

জয়নাল আযাদ (কানাইঘাট প্রতিনিধি) 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল