১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১
স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন জাতীয় দলের ম্যানেজমেন্টের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, শুনলাম ইংল্যান্ডের কোচ সিলভারউড নাকি ভাবছে আইসিসির কাছে ভারতের পিচ নিয়ে অভিযোগ জানাবে। পিচ নিয়ে কান্নাকাটি করার মতো জঘন্য মনোভাব আর কিছু আছে বলে আমার মনে হয় না। ইংল্যান্ড কোচের মনে রাখা দরকার, উনি যদি কারও দিকে একটা আঙুল তুলেন তাহলে ওনার দিকেও কিন্তু চারটি আঙুল উঠবে। ভারতের আহমেদাবাদে ১১২ রানে অলআউট হওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮১ রানের লজ্জায় পড়ে পাঁচ দিনের টেস্টে হারে মাত্র দেড় দিনে। বাজে পিচে খেলায় হওয়ায় এমন হয়েছে দাবি ইংল্যান্ড দলের। ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট, ১৩৬ ওয়ানডে আর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৩২টি সেঞ্চুরি আর ৩৭টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৭৯৭ রান করা পিটারসেন আরও বলেছেন, কান্নাকাটি করে পিচ নিয়ে আইসিসির কাছে অভিযোগ না করে আমাদের উচিত যে সময়টা পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে শেষ টেস্টে আরও প্রস্তুত হয়ে নামা, যাতে পরের টেস্টটা আমরা জিততে পারি। ইংল্যান্ডের সাবেক তারকা স্পিনার মন্টি পানেসর বলেছেন, আমার মতে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টেস্ট ম্যাচগুলো আরও যাতে লম্বা হয় সেদিকে খেয়াল রাখা। স্টেডিয়ামের উইকেট কতটা ভালো লোকে সেটাও দেখতে চায়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D