কাবা ঘর দেখলে যে দোয়া পড়া সুন্নত

প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

কাবা ঘর দেখলে যে দোয়া পড়া সুন্নত

কাবা ঘর দেখলে যে দোয়া পড়া সুন্নত

ইসলামী জীবন ডেস্ক

 

বাইতুল্লাহ বা কাবা ঘর মুসলিমদের খুব ভালোবাসা আর আবেগের জায়গা। এই ঘরের সান্নিধ্যে যাওয়া কিংবা সরাসরি নিজ চোখে দেখতে পারার জন্য মুসলিম মাত্রই সর্বাবস্থায় ব্যাকুল থাকেন। কারো যদি সরাসরি কাবা ঘর দেখার সুযোগ হয়, তখন তিনি নিচের দোয়াটি পড়বেন। কারণ এটি পড়া রাসুল (সা.)-এর সুন্নাত-

اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ

উচ্চারণ : আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালামু, ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম।

অর্থ : হে আল্লাহ, তুমিই শান্তি বর্ষণকারী। তোমার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। অতএব, হে আমাদের রব, আমাদেরকে শান্তির সঙ্গে জীবিত রাখুন। (বাইহাকি ৫/৭৩)

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল