কামরানের শূন্যতা পূরণ হওয়ার নয়: সিমেবি উপাচার্য

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

কামরানের শূন্যতা পূরণ হওয়ার নয়: সিমেবি উপাচার্য

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় ডা. মোর্শেদ বলেন, গণমানুষের নেতা বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে দেশবাসী একজন প্রকৃত জনদরদী, প্রগতিশীল একজন নেতাকে হারালো। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। মহান আল্লাহতালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
তিনি বলেন, আমার বড় ভাই মারা যাওয়ায় আমি কোয়ারেন্টিনে আছি তাই কামরান ভাইকে শেষ বিদায় জানাতে যেতে পারিনি।
শোকবার্তায় তিনি কামরানের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল