সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
আশুগঞ্জ প্রতিনিধি
সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর পর দুই বগির মাঝখানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায় নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশশহর স্টেশন অতিক্রম করার পর তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছার পর ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আগুন লাগে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই ট্রেনে থাকা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আগুন নিভানো হয় এবং ‘চেইন টেনে’ ট্রেন থামানো হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কোন যাত্রী হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।
এদিকে ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ট্রেনটিতে এখনো বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্কিং’ হচ্ছে। জানা গেছে, আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে এসব বিষয় মেরামত করা হবে। তবে এ সময় গাড়ি থামানো না হলে ভয় আতংকে যাত্রীদেও মাঝে বড় কিছু ঘটতে পারতো। ট্রেনের যাত্রী সেবায় দায়িত্বরত মুন্না এসব তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে তালশহর স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, কালনী ট্রেনটি তালশহর স্টেশন পার হওয়ার পর আগুনের ঘটনা ঘটে। তবে এটি বড় কিছু নয়। বিস্তারিত কন্ট্রোলরুম জানাতে পারবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি