সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না: হুমায়ূন কবির
অনলাইন ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।’
শুক্রবার যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে, এ নিয়ে বিএনপি কী ভাবছে- এমন প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, ‘মানুষের মধ্যে কিছু শঙ্কা থাকতেই পারে। কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্থ করছে না। এসব নিয়ে আমাদের দলের প্রতিনিধি দল কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। করণীয় কী তাও বলে এসেছেন। লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরীর জন্য করণীয়ও বলে এসেছেন।’
পিআর ও গণভোট নিয়ে জনগণ চিন্তা করবে মন্তব্য করে হুমায়ূন কবির বলেন, ‘মানুষ আগ্রহ নিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তারা মনে করছে ১৭ বছর পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। তারা ভোট দিতে চায়।’
আগামী কিছুদিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন। তাই কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন।’
মাজার জিয়ারতকালে তাঁর সাথে ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
এর আগে দুপুরে হুমায়ূন কবির সিলেট ফিরলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা দেন।
বিডি প্রতিদিন
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি