কুলাউড়ায় অজ্ঞাত বৃদ্ধার লা.শ উদ্ধার

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

কুলাউড়ায় অজ্ঞাত বৃদ্ধার লা.শ উদ্ধার

নিউজ ডেস্ক:

কুলাউড়ায় অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাজারে এক মহিলার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন জানান, অজ্ঞাত লাশের একটি নমুনা রাখা হয় হাসপাতালে। থানা পুলিশের সিদ্ধান্তে এই অজ্ঞাত মহিলার শরীরের একটি হাড় পরবর্তীতে লাশ সনাক্তের প্রয়োজনে রাখা হবে।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, উপজেলার ব্রাহ্মণবাজার থেকে ৭০ বছর বয়স্ক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।