কুলাউড়ার টিলাগাঁও ষ্টেশনে ট্রেন আটকিয়ে বিক্ষোভ!

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

কুলাউড়ার টিলাগাঁও ষ্টেশনে ট্রেন আটকিয়ে বিক্ষোভ!

সিলেটের দিনকাল ডেস্ক:
মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন থেকে বন্ধ থাকা টিলাগাওঁ রেল স্টেশন চালুর দাবিতে ট্রেন আটকিয়ে মানববন্ধন করেন স্থানীয় লোকজন। শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলাগাওঁ এর ব্যানারে আয়োজিত বানববন্ধনে স্থানীয় প্রায় ৪ শতাধিক লোকজন অংশ নেন।

এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর জয়ন্তিকা ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ ট্রেন আটকিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলাগাওঁ এর আহবায়ক আব্দুস সালাম রুহিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সেলিম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন টিলাগাও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, ইউপি সদস্য দেওয়ান চান্দ আলী, সুলতান আহমেদ, বাদশা মিয়া, শিক্ষক আব্দুল গনি, ব্যাবসায়ী সৈয়দ গোলাম রহমান আজমল, শাহ এমরান, মোশাহিদ আলী, শামিম আহমেদ, শফিউল আলম প্রমুখ।

মানববন্ধনে অনতিবিলম্বে এই স্টেশন পূনরায় চালুর দাবী জানিয়ে বক্তারা বলেন, আমাদের এ কর্মসূচি টানা ১০ দিন চলবে। আর যদি এর মধ্যে আমাদের দাবি পূরন না হয় তাহলে পরবর্তীতে তীব্র আন্দোলনের ডাক দেয়া হবে।

সুবেদ-২১/১২/১৯