২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।
বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান সুইট চশমা প্রতীক নিয়ে ৩ হাজার ২৮৮ ভোট পেয়ে জয়ী হলেও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সিএম জয়নাল আবেদিন মাত্র ৯৬৬ ভোট পেয়ে চার প্রার্থীর মধ্যে চতুর্থ হয়েছেন।
খোরশেদ আহমদ খান সুইট নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল মোক্তাদির মুক্তারের চেয়ে মাত্র ৪৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
ধানের শীষের প্রার্থী আব্দুল মোক্তাদির মুক্তারের পেয়েছেন ৩ হাজার ২৪০ ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী খয়রুল আমীন চৌধুরী টিপু আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ১৮ ভোট।
বৃহস্পতিবার রাত সাড়ের ৮টার দিকে উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এরআগে ১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি দলীয় প্রার্থী ও স্বতন্ত্র ২জনসহ মোট ৪ জন প্রতিদন্ধিতা করেন। এ ইউনিয়নের ১৩ হাজার ৪৩৬ ভোটারের মধ্যে ৮ হাজার ৫৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) গত ২ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর নির্বাচন কমিশন উক্ত পদ শূন্য ঘোষণা করায় উপ-নির্বাচন হয়েছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D